মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাসনাবাদ এলাকায় ৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র উপপরিচালক শহীদ উল্লাহ জানান, অবৈধ দখলদাররা হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গা নদীর ও সেতুর পিলার ঘেষে ও পোস্তগোলা সেতুর নিচের অংশ দখল করে অবৈধ ইট, বালু, পাথর ও সিমেন্ট মজুত করে দখল করে রেখেছিল।
তিনি বলেন, এসব অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থ জরিমানাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের সময় দেওয়ালে চাপা পড়ে এক শ্রমিক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সোমবার ঢাকার সুত্রাপুর থানার শ্যামবাজার থেকে শ্মশানঘাট পর্যন্ত ৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ কারা হয় এবং দুই লাখ ৫৮ হাজার টাকা অর্থ জরিমানা আদায় করে সরকারি রাজস্ব খাতে জমা দেয়া হয়।
বুধবার বেলা ১১টা থেকে হাসনাবাদ ও মীরেরবাগ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।