সোমবার সন্ধ্যায় শাশুড়ি আছিয়া বেগম আখাউড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই রাতেই দুই পুত্রবধূ আটক করে।
আটককৃতরা হলেন- লিজা বেগম (২৭) ও লিমা আক্তার (২০)। আটক লিজা উপজেলার আদমপুর গ্রামের শফিক মিয়ার স্ত্রী এবং লিমা শফিকের ছোট ভাই মাছুম মিয়ার স্ত্রী। আটক লিজা ও লিমা দুজন আপন বোন।
আখাউড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ আরীফুল বলেন, ‘গত বৃহস্পতিবার উপজেলার আদমপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার স্ত্রী আছিয়া বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার দুই পুত্রবধূর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা শাশুড়িকে মারধরসহ লাঞ্ছিত করেন।
এ ঘটনায় স্ত্রীর পক্ষ নিয়ে ছেলে মাছুম শুক্রবার তার মায়ের ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। এ ঘটনায় দুই পুত্রবধূ ও ছেলেকে অভিযুক্ত করে আছিয়া বেগম সোমবার সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করেন, বলেন মোহাম্মদ আরিফুল।
পুলিশ রাতেই পুত্রবধূ লিজা ও লিমাকে আটক করে। তবে ছেলে মাছুম আগেই পালিয়ে যায় বলে তিনি জানান।
নির্যাতনের শিকার শাশুড়ি আছিয়া বেগম বলেন, ‘আমার ছোট ছেলে ও মেয়ে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করলে আমি এগিয়ে এসে তাদের শান্ত করার চেষ্টা করি। আমার কথায় ছেলে ও মেয়ে ঘরে ফিরে গেলেও দুই ছেলের বৌ আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে প্রতিবেশীদের সামনেই তারা আমাকে মারধরসহ লাঞ্ছিত করে। এ ঘটনায় ছেলে মাছুমের কাছে বিচার চাইলে সে আমাকে অপমান করে ও আমার ঘরে থাকা সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে। পরে বিচার না পেয়ে আমি থানায় লিখিত অভিযোগ দেই।’