দিবসটি উপলক্ষে শেখ রাসেল হল প্রাঙ্গণে ইবির উপাচার্য অধ্যাপক এম আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক এম শাহিনুর রহমান, হল প্রভোস্ট অধ্যাপক রবিউল হোসেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে কেক কাটার অনুষ্ঠান হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ইবি শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক এম রেজুওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক এম মাহবুবর রহমান, শেখ রাসেল হলের হাউস টিউটর লিটন বরুন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে রবিবার রাতে শেখ রাসেলের ওপর একটি ওয়েবিনার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অধ্যাপক রবিউল হোসেন।
ইবি বঙ্গবন্ধু পরিষদ অফিসার শাখা ও ইবি শাখা ছাত্রলীগের কর্মীরাও দিবসটি পালন করছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার কনিষ্ঠ ছেলে শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। শেখ রাসেল তখন চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।