মানিকগঞ্জ, ০৭ আগস্ট (ইউএনবি)- মানিকগঞ্জ সদর উপজেলার আইড়মারা-মিতরা উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং এবং এক স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার অপরাধে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত আরাফাত হোসেন পাভেল (২০) আইড়মারা এলাকার মো. বাবুল হোসেনের ছেলে।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন সরদার জানান, সদর উপজেলার আইড়মারা-মিতরা উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং করছিল পাভেল। এসময় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কুমার রায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তাকেও লাঞ্ছিত করে সে। এঘটনায় স্থানীয়রা পাভেলকে আটক করে পুলিশে খবর দেয়। ইভটিজিং এবং স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার অপরাধে পাভেলকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।