শাস্তিপ্রাপ্তদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং পাঁচজনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনার তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেন।
তিনি জানান, এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পুরো বিষয়টি জানানো যাবে।
সাময়িক বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তারা হলেন- উপ-পরিদর্শক আনিস, কনস্টেবল মোহম্মদ আলী ও জুলফিকার আলী। প্রত্যাহারকৃত সদস্যরা হলেন- এএসআই তরিকুল ইসলাম, এফরান, সোহেল, কনস্টেবল জাকির ও ইব্রাহিম। তারা সকলেই বন্দর থানায় কর্মরত ছিলেন।
এর আগে, রবিবার পটুয়াখালীর বাউফল উপজেলায় তেতুলীয়া নদীর ধুলিয়া পয়েন্টে মা ইলিশ রক্ষার অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর (সাহেবেরহাট) থানার কনস্টেবল জুলফিকার আলী ও মোহাম্মদ আলীকে আটক করে স্থানীয় প্রশাসন। ওই অভিযানে আরও ৪ জেলেকে আটক করা হয় ও মা ইলিশ জব্দ করা হয়।