রাজধানীর উত্তরার বিজিবি মার্কেটে আজ (সোমবার) সকাল ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং বেলা ১১টা ১০ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা লিমা খানম জানান, সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
উত্তরার বিজিবি মার্কেটে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: নিউ সুপার মার্কেটে আগুন নাশকতা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউ সুপার মার্কেটে আগুন: ডিএসসিসির ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন