স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানিয়েছেন, রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে কোনো নাশকতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনী বাজারে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগুন নাশকতা ছিল কি না তা আমরা এখনও নিশ্চিত নই, আমরা তদন্ত করছি।
মন্ত্রী বলেন, ‘আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগে, কেন এত ঘনঘন এবং গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে? এটাই সবার মনে প্রশ্ন। কিন্তু সঠিক তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।’
এর আগে শনিবার সকালে রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিউ সুপার মার্কেটে আগুন: ডিএসসিসির ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন
বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর মোট ২৮টি ফায়ার ফাইটিং ইউনিট এবং দল আগুন নেভাতে অংশ নিয়েছিল।
এদিকে, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করার সময় প্রচণ্ড ধোঁয়ায় দমকলকর্মীসহ ৩২ জন অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: ঢাকার ৫৮টি মার্কেট আগুনের ঝুঁকিতে, ৯টি 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ': ফায়ার সার্ভিস