বঙ্গোপসাগরে এক জেলের জালে প্রায় এক লাখ টাকা মূল্যের একটি ভোল মাছ ধরা পড়েছে। বুধবার রাতে সাগরে জাল ফেলতেই মূল্যবান ওই ভোল মাছটি ধরা পড়ে।
বরগুনা জেলার পাথরঘাটার মাছ ব্যবসায়ী মাসুমের এফবি আলাউদ্দিন নামে ট্রলারে জেলেদের জালে ওই মাছটি ধরা পড়ে।
শুক্রবার মাছটি বাগেরহাট কেবি বাজার পাইকারি মাছের আড়তে বিক্রির জন্য তোলা হয়। নিলামে ডাকের মাধ্যমে সাড়ে ১৯ কেজি ওজনের ওই ভোল মাছটি ৮৫ হাজার টাকায় কিনে নেন এক মাছ ব্যবসায়ী। মাছের প্রতি কেজির মূল্য পড়েছে চার হাজার ৩৫৮ টাকা।
চিকিৎসকরা বলেছেন, ভোল মাছের ফুসফুস চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে। একারণে ভোল মাছ অনেক মূল্যবান।
এফবি আলাউদ্দিন ট্রলারের মাঝি জাফর আলী সাংবাদিকদের জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারণে তাদের জালে ইলিশ ধরা পড়ছিলনা। ফিরে আসার আগে বুধবার রাতে তারা সাগরে জাল ফেলে। জাল তুলতেই ভোল মাছটি উঠে আসে। অনেক মূল্যেবান ভোল মাছ ধরা পড়ায় তারা অনেক খুশি। পরে শুক্রবার বাগেরহাট কেবি বাজারে নিলামে মাছটি বিক্রি করা হয়।
আরও পড়ুন: মহানন্দায় ধরা পড়লো ৩২ কেজির বাঘাইড় মাছ