কক্সবাজার সমুদ্র সৈকতের উখিয়ার পাটোয়ারটেকে একটি ডলফিনের মরদেহ ও দরিয়ানগর পয়েন্টে বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে এসেছে।
মেরিনড্রাইভ সড়কের উখিয়ার পাটোয়ারটেক সৈকতে ডলফিনের মরদেহটি ভেসে এসেছে রবিবার সকাল ১০ টার দিকে। জোয়ারের পানিতে মৃত এ ডলফিনটি ভেসে এসে বালিয়াড়িতে আটকে যায় বলে জানান স্থানীয় জেলেরা।
অপরদিকে শনিবার সন্ধ্যায় ভাটার সময় দরিয়ানগর পয়েন্টে বিপুল পরিমাণ মৃত ছোট মাছ ভেসে আসে।
আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
স্থানীয়রা জানিয়েছেন, দরিয়ানগর সৈকতের বেশকিছু এলাকাজুড়ে ভেসে আসে ছোট আকৃতির চামিলা মাছ। মূলত মাছ ধরার একটি ফিশিং ট্রলার উপকূলের কাছাকাছি মাছ ধরার সময় জালে বেশি পরিমাণের ছোট মাছ আটকা পড়ে। জেলেরা তাদের ট্রলারে মাছ সংকোলন করতে না পেরে জালের গিট খোলে দেয়। এতে জোয়ারের পানিতে মাছগুলো সৈকতের বালিয়াড়িতে আটকে পড়ে। স্থানীয়রা বেশ কিছু মাছ কুড়িয়ে নিলেও জোয়ারের পানিতে কিছু ভেসে যায়।