তিনি বলেন, ‘দৃঢ় প্রত্যয় আর অবিচল সংগ্রামের মাধ্যমে অকুতোভয় বাঙালি জাতি যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের পরাজিত করেছে ঠিক তেমনি ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবারও প্রাণঘাতী করোনাভাইরাসকে মোকাবিলা করবে।’
এ জন্য করোনাভাইরাস সম্পর্কিত সতর্ক বার্তা, হোম কোয়ারেন্টাইনে থাকা ও সামাজিক দূরত্ব মেনে সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী জামালপুরের সরিষাবাড়ির নিজ বাড়িতে করোনা পরিস্থিতি সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মুরাদ হাসান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্বচ্ছ ও জবাবদিহির সাথে তালিক প্রণয়ন ও ত্রাণকার্য পরিচালনা করা হচ্ছে যাতে কেউ অভুক্ত না থাকে।
তিনি এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দুর্যোগ মোকাবিলা তহবিলে ৫ লাখ টাকা দেন।
সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা মতবিনিময়ে উপস্থিত ছিলেন।
বিকালে প্রতিমন্ত্রী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে ৪ শতাধিক নিম্ন আয়ের মানুষের বাড়িতে গিয়ে ত্রাণ বিতরণ করেন।