বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, বাকেরগঞ্জে চার ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা এবং পাঁচ দিনের জেল দেয়া হয়।
টরকী বাজার ও গৌরনদী বন্দর এলাকায় মোবাইল কোর্টে দুজন ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা, মেহেন্দিগঞ্জে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় চার ব্যবসায়ীকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়৷
উজিরপুরে ঈদগাহ বাজার, ধামুরা এবং ইচলাদি বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে পাঁচজন দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মুলাদী উপজেলায় মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়৷
বাবুগঞ্জ উপজেলায় বাবুগঞ্জ বাজার ও রহমতপুর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়, পেঁয়াজের মূল্য বেশি নেয়ায় এবং পাটের ব্যাগ ব্যবহার না করায় সাত দোকানে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন ধারায় তিনজন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘সকলকে সচেতন হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।’
এছাড়া এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।