করোনাভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে পৌঁছেছে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষাসহ বিভিন্ন জটিল রোগের পরীক্ষা করতে পারবো। যার ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে।’
তিনি বলেন, ‘হাসপাতালে এখন অনেক রোগীই আসছেন। কিন্তু পরীক্ষার ব্যবস্থা না থাকায় হাসপাতালে তাদের পরীক্ষার কাজ করা যাচ্ছে না। মেশিনটি এখন ইন্সটলের প্রক্রিয়া চলছে।’
এছাড়াও হাসপাতালের চিকিৎসক ও ল্যাবরেটরির জন্য এক হাজার পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট), এক হাজার মাস্ক, এক হাজার হ্যান্ড-গ্লাভস এবং পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার ব্যবস্থা করা হয়েছে বলে জানান রামেক উপপরিচালক।