সোমবার গভীর রাতে বাস টার্মিনাল থেকে উদ্ধারের পর তাকে পূর্ণিমাগাঁতী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোবাহান ওই উপজেলার মানিকদিয়া গ্রামের মৃত রফেত আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, সোমবার রাতে করোনা সন্দেহে ওই বৃদ্ধের ছেলে নজরুল ইসলাম তাকে ওই বাস টার্মিনালের যাত্রী ছাউনির পিছনে ফেলে রেখে যায়।
বৃদ্ধার বরাত তিয়ে ওসি জানান, ফেলে যাবার সময় ছেলে বাবাকে বলে, বাবা তুমি এখানে এক রাত থাকো। কাল এসে তোমাকে নিয়ে যাব। এমন মিথ্যা আশ্বাস দিয়ে নজরুল তার বাবাকে রেখে পালিয়ে যায়।
পরে সংবাদ পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান ওসি দীপক কুমার।
তিনি বলেন, ‘পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম)স্যারের নির্দেশনায় সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ-খবর নেয়া হচ্ছে। এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে নজরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ’
ওসি আরও জানান, পরিবারের বয়স্ক সদস্যদের সাথে এ ধরনের আচরণ অত্যন্ত অমানবিক। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ এ ধরনের নির্মম আচরণ করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সিরাজগঞ্জ পুলিশ কন্ট্রোল রুম অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগের জন্য অনুরোধ জানান তিনি।