উল্লাপাড়া
সিরাজগঞ্জে পিকআপের চাপায় নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপের চাপায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছে।
বুধবার (৮ মে) সকাল ১০ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ নিহত ১৩
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকা মাঠপাড়া গ্রামের অটোরিকশাচালক আব্দুল গফুর ও একই উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ওয়াদুদ বলেন, পাবনা থেকে একটি পিকআপ সিরাজগঞ্জে আসার পথে ব্রহ্মকাপালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত
৫ মাস আগে
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকুড়ায় স্থানে এই ঘটনা ঘটে।
নিহত কিশোর আলাউদ্দিনের (১৪) কুমিল্লার মুরাদনগড়র উপজেলার বাকোরনগর (খুলনা) গ্রামের কনু মিয়ার ছেলে।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত
জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মর্জিনা জানান, মঙ্গলবার সকালে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে আলাউদ্দিন গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মারা যায়।
এসআই মর্জিনা জানান, বুধবার দুপুরের দিকে ওই হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয় এবং বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ভারতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ৪০
১ বছর আগে
সিরাজগঞ্জে স্বামী ও স্ত্রীর আত্মহত্যা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুইটি পৃথক স্থানে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক স্বামী এবং এক স্ত্রী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে লাশ দুইটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: চবির হলে গলায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর ‘আত্মহত্যা’
নিহতরা হলেন- উপজেলার আটিয়ারপাড়া এলংজানী গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী সুমি খাতুন (২৮) ও বড়পাঙ্গাসী গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী কাসেম আলী (৫৫)।
জানা গেছে, শরিফুল ঢাকায় চাকরি করেন। বেশ কিছুদিন ধরে স্ত্রী সুমির চাকরি নেওয়া নিয়ে দুই জনের মধ্যে ঝগড়া হচ্ছিল। মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রী মোবাইলফোনে কথা বলার সময় কথা-কাটাকাটি হয়।
এ নিয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমি।
অন্যদিকে, কাসেম আলী একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। মঙ্গলবার সকালে স্ত্রীর কাছে তিনি ১০০ টাকা চাইলে ৫০ টাকা দেয়।
এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন কাসেম।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে এলংজানী গ্রাম থেকে সুমির ও বড়পাঙ্গাসী গ্রাম থেকে কাসেমের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: বরিশালে স্টেডিয়ামের ড্রেসিংরুমে ফুটবলারের ‘আত্মহত্যা’
পঞ্চগড়ে চিকিৎসকের আত্মহত্যা
১ বছর আগে
উল্লাপাড়ায় ট্রাকচাপায় পথচারী নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে ১২টার দিকে উপজেলার সলঙ্গার ঢাকা-রাজশাহী মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: স্ত্রীর রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
নিহত নজরুল ইসলাম (৩০) উপজেলার আলোকদিয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ এম বদরুল কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে নজরুল হেঁটে নির্মাণাধীন নলকা সেতু পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত
১ বছর আগে
উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খেতে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার দুর্গাপুর তেঁতুলিয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল মোমিন (৩২) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
আরও পড়ুন: রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
জানা যায়, শনিবার সকালে আব্দুল মোমিন নিজেদের জমিতে বৈদ্যুতিক পাম্পে পানি সেচ দিতে মাঠে যায়। পরিবারের লোকজন দুপুরে তার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। এসময় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
১ বছর আগে
উল্লাপাড়ায় নিজের ঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজের ঘর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সলঙ্গা থানার আলমচাঁদপুর সরাবাড়ী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বুলবুলি খাতুন (৬৫) ওই গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি আরও বলেন, নিহতের জিহ্বা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে নানিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন
১ বছর আগে
সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডোবার পানিতে ডুবে আব্রাহাম (৬) নামে বাকপ্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার মরিচা বালশাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আব্রাহাম ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
আরও পড়ুন: হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আব্রাহাম বাড়ির পাশে ডোবার ধারে খেলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি।
তিনি বলেন, বিকালের দিকে শিশুটির লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার শ্রীকোলার পশ্চিম বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হীরা রাজ (২৫) ওই উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে বাসচাপায় সহকারী প্রধান শিক্ষিকার মৃত্যু
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার হীরা মোটরসাইকেলে পূর্ব দেলুয়া গ্রামের বাড়িতে আসছিলেন। পথে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা পশ্চিম বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে রাত ৮টার দিকে অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: শার্শায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
মৌলভীবাজারে মিনিবাসচাপায় মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত
১ বছর আগে
সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
নিহত আকাশ (৬) ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিল।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু আকাশ মঙ্গলবার (২১ জুন) দুপুরে স্কুল থেকে বাড়িতে এসে সমবসয়ী শিশুদের সঙ্গে খেলা করতে গিয়ে বাড়ির পাশে কুশলাই খালে বন্যার পানিতে গোসল করতে নামে।একপর্যায়ে বন্যার পানিতে সে ডুবে গেলে অন্য শিশুরা এসে বাড়িতে বিষয়টি জানায়। পরে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু
২ বছর আগে
শ্বশুরবাড়ি যাওয়ার পথে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ হোসেন (৩৫) উপজেলার সলপ গ্রামের বজলার রহমানের ছেলে। এছাড়া এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা খাতুনও (১৯) আহত হয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, শুক্রবার দুপুরে পলাশ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে শ্রীকোলা মোড় এলাকায় পৌঁছালে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং তার স্ত্রী গুরুতর আহত হন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশের লাশ উদ্ধার করেছে এবং হালিমা খাতুনকে বগুড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোনো অভিযোগ না থাকায় বিকালে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
২ বছর আগে