নিহত আলমগীর খান বাবু শৈলকুপা পৌর এলাকার কবিরপুর গ্রামের জালাল খানের ছেলে।
আরও পড়ুন: পৌর নির্বাচন: চান্দিনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১১
বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শৈলকুপা উপজেলার বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কুমার নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
আরও পড়ুন: চান্দিনা পৌর নির্বাচন: মেয়র পদে জন্য লড়ছেন ৫ প্রতিদ্বন্দ্বী
শৈলকুপার দেবতলা গ্রামের বাসিন্দারা জানায়, বাবুর লাশ পাওয়া খবরের কিছু আগে দুজন ব্যক্তিকে সাঁতরে নদ পার হতে দেখেছেন। একজন কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধার ও প্রতিদ্বন্দ্বী অপর কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ভাই ডিস ব্যবসায়ী লিয়াকত হোসেন বল্টুকে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে শৈলকুপা নির্বাচনী পরিবেশ। অভিযোগ উঠেছে বুধবার রাতে নির্বাচনী ঘটনার জের ধরে কবিরপুর এলাকায় বল্টুকে কুপিয়ে জখম করে সদ্য লাশ পাওয়া আলমগীর খান বাবুর সমর্থকরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই অভিযোগের তীর যার দিকে, সাড়ে চার ঘণ্টা পর তার লাশ উদ্ধারের ঘটনাটি রহস্যজনক।
আরও পড়ন: পৌর নির্বাচন: শৈলকুপায় ২ মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮
প্রাথমিকভাবে পুলিশ এটিকে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা মনে করলেও তারা এর পেছনে নেপথ্যের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে। এক দিনে আওয়ামী সমর্থক দুই রাজনৈতিক কর্মীর লাশ আসন্ন পৌর নির্বাচনকে আরও সংঘাতময় ও উত্তপ্ত করে তুলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।