মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া যুদ্ধাপরাধী মাহবুবুর রহমান শুক্রবার কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন।
টাঙ্গাইলের রাইনহাটি এলাকার বাসিন্দা মাহবুবুর (৭২) গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন।
সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, আজ ভোরে মাহবুবুরের অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলের দানবীর রণদা প্রসাদ সাহা, তার ছেলে ও আরও ৫৮ ব্যক্তিকে হত্যার দায়ে গত বছরের ২৭ জুন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মাহবুবুরকে মৃত্যুদণ্ড দেয়।