পণ্য বিপণনের উপায় হিসেবে র্যাম্প শো এখন বহুল প্রচলিত। সাধারণত এসব শোতে মডেলরা পোশাকসহ বিভিন্ন পণ্য নিয়ে নজরকাড়া সাজে ক্রেতাদের সামনে হাজির হন। তবে পণ্য বিপণন নয়, ব্যতিক্রমী এক র্যাম্প শো হয়েছে কুমিল্লায়।
শনিবার দুপুরে নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে বিড়ালের বাড়ি ও দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার আয়োজনে প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে বিড়ালের র্যাম্প শো অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানান, মেলায় নিজেদের পোষা বিড়াল নিয়ে হাজির হন এদের মালিকরা। দেশি-বিদেশি জাতের এসব বিড়ালের কারো গায়ে ছিল নানা রংয়ের পোশাক, চোখে ছিল চশমা। কোনো কোনোটির গলায় পরানো ছিল ঘণ্টা। বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক মানুষ এ প্রদর্শনী উপভোগ করেন।
তারা আরও জানান, মেলায় পোষা প্রাণীগুলোর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও ছিল। বিড়াল পোষায় করণীয় নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেন প্রাণী চিকিৎসকরা।
আরও পড়ুন: বিড়ালের র্যাম্প শো!
নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সিপন মিয়া।
বিড়ালের বাড়ির অ্যাডমিন ও দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা মহানগর কৃষক লীগের আহ্বায়ক মো. খোরশেদ আলম, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনি, জেলা কালচারার অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন, রোটারিয়ান ফাতেমাতুজ জোহরা।
উম্মে হাবিবা হেমার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভেট মোহাম্মদ ইব্রাহিম, ভেট শেখ ইসমাইল আহমেদ, ভেট মনিরুল ইসলাম খান, এসিআই এনিম্যাল হেলথ লিমিটেড, কুমিল্লার ভেটেরিনারী সার্ভিসেস অফিসার ভেট হাসিবুর রহমান সাফা, সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী, এমদাদুল হক আখন্দসহ আরো অনেকে।
৬ প্রাণী প্রেমী, ৩ প্রাণী চিকিৎসক, ১৫ গুনীজনকে সম্মাননা দেওয়া হয়। প্রাণী উদ্ধারে ভূমিকার জন্য লাকী রহমান, মেহেবুবা মাকসুদ স্মৃতি, উম্মে কুলসুম জেনি, ফাতেহা নুর লাবন্য, মো. মেশকাত শুভ ভূইয়া, শায়লা শিলাকে বিশেষ সম্মাননা প্রদান, ভেট মারুফ হাসান ইমরান, ভেট সামিসা আফরীন ঐশি ও ভেট হাসিবুর রহমান সাফাকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।
সভাপতি সাইফ উদ্দিন রনী বলেন, এই আয়োজন পোষা প্রাণীসহ রাস্তার অবহেলিত প্রাণীদের জন্য। বিনা কারণে তাদের নির্যাতন না করে তাদের প্রতি সদয় থাকা, রাস্তার কুকুরদের না মেরে ভ্যাকসিনের আওয়ায় আনার দাবি জানান তিনি। এছাড়া দুর্ঘটনায় আক্রান্ত হওয়া অসহায় প্রাণীদের উদ্ধার কাজের জন্য একটা টিম গঠনে বিত্তবানরদের এগিয়ে আসার আহ্বান জানান।