কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি গার্মেন্টসের নির্মাণাধীন স্টোররুমের ছাদ ঢালাইয়ের বোর্ড ধসে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। শনিবার ইপিজেডের নাসা গার্মেন্টসে এই ঘটনা ঘটে।
নিহত জোসনা বেগম (৪৫) নগরীর দক্ষিণ চর্থার থিরা পুকুর পাড় এলাকার বাসিন্দা।
জানা যায়, নাসা গার্মেন্টসে দীর্ঘদিন কাজ করছেন জোসনা। শনিবার সকালেও কর্মস্থলে আসেন তিনি। হঠাৎ গার্মেন্টের স্টোররুম অংশের বোর্ড ধসে পড়ে। সেখানে আহত হন চারজন। তিনজন দৌড়ে সরে আসার কারণে গুরুতর আহত হননি। কিন্তু জোসনা বেগম বের হতে পারেন নি। গুরুতর আহত জোসনা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এটা আকস্মিক দুর্ঘটনা। নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় ডাকাতির সময় বৃদ্ধাকে হত্যা: ৪ জনের যাবজ্জীবন