করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ছিল ছয় জনে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুনঃ চাঁদপুরে করোনা উপসর্গে দুপুরে মা, সন্ধ্যায় ছেলের মৃত্যু
হাসপাতালটিতে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত আছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বর্তমানে ২২৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৮ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৩৯ জন।
হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে কুষ্টিয়া জেলায় শনাক্তের সংখ্যাও বাড়ছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮৯ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৭৬।
আরও পড়ুনঃ বাংলাদেশে করোনা: বেশি ঝুঁকিতে বয়স্করা
জেলায় বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২৬ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৮৩ জন।
বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ১৬৩ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২৫৮ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৯০৫ জন।