কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গুদামে আগুন লেগে ৬০০ মণ পাট পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের আমতালা এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গুদামের মালিক মোসলেম উদ্দিন বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে গুদামে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা এসে আগুন নেভানোর চেষ্টা করে। তার আগেই গুদামে থাকা অর্ধেক পাট পুড়ে ছাই হয়ে যায়।’
তিনি জানান, পুড়ে যাওয়া পাটের বাজারমূল্য ১৫ থেকে ১৮ লাখ টাকা। এছাড়া আগুনে গুদাম ঘরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের টিম লিডার ইমন মিয়া জানান, তাদের একটি দল প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
গুদামে থাকা ১৪০০ মণ পাটের মধ্যে ৮০০ থেকে ৯০০ মণ পাট উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।