আগুনে পুড়ল
খুলনায় আগুনে পুড়ল ৩ পোশাকের দোকান
নগরীর খালিশপুরে আগুনে পুড়ে গেছে তিনটি পোশাকের দোকান। এতে ১৫ থেকে ১৬ লাখ টাকার কাপড় পুড়ে ভস্মিভূত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে খালিশপুর বিআইডিসি সড়ক পাওয়ার হাউজ মোড়ের বিপরিতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে গোডাউনের আগুনে পুড়ল কোটি টাকার মালামাল
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মনিরুল ইসলাম জানান, তার দোকানের নাম জ্যোতি ফ্যাশন। তিনি প্রতিদিনের মতো ওই দিন রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাত ২টার দিকে নিরাপত্তা প্রহরী মোবাইলে জানান তার দোকানে আগুন লেগেছে। তিনি ছুটে এসে দেখেন এলাকাবাসী আগুন নিভাতে চেষ্টা করছে। এ সময় তারা ৯৯৯ কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি এসে আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি খালিশপুর থানায় জিডি করেছেন বলে জানান।
খালিশপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ‘আগুনে ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলেও তিনি জানান।
আরও পড়ুন: লালমনিরহাটে কম্বলে আগুন লেগে নারীর মৃত্যু
৫ দিন আগে
পটুয়াখালীতে আগুনে পুড়ল ৭০ দোকান
পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।
বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক মন্তাজ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং আমতলি ও বাকেরগঞ্জের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে কাজ চলছে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসক মো.কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান।
পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে এখনও ধোঁয়া উড়ছে, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
আরও পড়ুন: ফাষ্ট ফুডের দোকানে খাবার শ্বাসনালীতে বেঁধে শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি
৩ বছর আগে
কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬০০ মণ পাট
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গুদামে আগুন লেগে ৬০০ মণ পাট পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
৪ বছর আগে
সিঙ্গাইরে আগুনে পুড়ল ১২ দোকান
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকায় আগুনে ১২ দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
৪ বছর আগে