কুড়িগ্রামে ১০২ বোতল ফেনসিডিল জব্দ করেছে নাগেশ্বরী থানা পুলিশ। এ সময় মফিজুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোররাতে নাগেশ্বরী পৌরসভার আলেপের তেপতি নামক এলাকায় মাদকগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার মফিজুল ইসলাম (৬২)ভূরুঙ্গামারী থানার মালভাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার জানান,মফিজুলের অটোরিকশায় প্লাস্টিকের খাঁচায় কোয়েল পাখির ডিমের সঙ্গে অভিনব কায়দায় রাখা অবস্থায় ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে অটোরিকশাটি জব্দ এবং মফিজুলকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন।
তিনি আরও জানান, শনিবার (২১ ডিসেম্বর) বিকালের মধ্যে আসামিকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।