চাঁপাইনবাবগঞ্জে ৩২৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তিন যুবককে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শিকারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার আমনুরা টংপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে আশরাফ আলী (২৬) একই এলাকার মুনসুরের ছেলে খায়রুল ইসলাম (২২) ও অপরজন গোমস্তাপুর উপজেলার নামোকাঞ্চনতলা এলাকার তৈমুর আলীর ছেলে মাজেদুল ইসলাম (৩০)।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র মাদকের চালান পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শুক্রবার রাত ৯টার দিকে শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২৩ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।