চট্টগ্রাম, ৩০ ডিসেম্বর (ইউএনবি)- ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার বিমান চলাচল ব্যাহত হয়েছে। তিনটি আন্তর্জাতিক ফ্লাইট অতরণ করতে না পেরে ঢাকায় চলে গেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল ৭টায় দোহা থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইট, সকাল ৮টা ২২ মিনিটে দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট ও ৮টা ২৬ মিনিটে মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনার বিমান চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটগুলো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়।
এ বিষয়ে বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক খায়রুল কবির বলেন, ঘন কুয়াশার কারণে আন্তর্জাতিক তিনটি ফ্লাইট সকালে অবতরণ করতে না পেরে ঢাকা বিমানবন্দরে চলে যায়। এছাড়াও সকালের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো এক ঘণ্টা দেরিতে ছেড়েছে। তবে সকাল ১০টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।