মাগুরায় ক্ষতিকর রঙ মেশানো চিপস বিক্রির দায়ে বৃহস্পতিবার পাঁচ মুদি দোকানের মালিককে সাড়ে আট হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং টিম।
সদর উপজেলার নতুন বাজারে টিমের অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
এ সময় রুদ্র স্টোর, মৌ জেনারেল স্টোর, কুন্ডু স্টোর, সুকান্ত স্টোর ও মারুফ স্টোরকে ক্ষতিকর রঙ দেয়া চিপস বিক্রির অপরাধে জরিমানা করা হয়। সেই সাথে আট বস্তা চিপস জব্দ ও ধ্বংস এবং এ ধরনের রঙ মিশ্রিত চিপস জনসাধারণকে ক্রয় করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।
এছাড়া, অভিযানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়।
মাগুরা পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুজ্জামান এবং জেলা পুলিশের একটি দল অভিযানে উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় থেকে জানানো হয়েছে।