আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে কুমিল্লায় বাবা-ছেলে নিহত
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এ ঘটনা ঘটে।
খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে কিছুদূর যাওয়ার পরই ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন:ট্রেনে কাটা পড়ে নাটোরে অজ্ঞাত ব্যক্তি নিহত
খুলনা জিআরপি থানার সেকেন্ড অফিসার (এসআই) মফিজুল হক বলেন, ‘স্টেশনের শেষ প্রান্তে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। তার শরীর থেকে মাথা আলাদা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবুও লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।’
আরও পড়ুন:মগবাজারে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
তবে নিহতের নাম বা পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:রেললাইনে বসে ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে নারী নিহত