নিহত আছিনূর বেগম (৩৮) ওই এলাকার পাইকপাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।
এ ঘটনায় তার ভাগ্নি কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মন্টুর মেয়ে নুপুর খাতুন (১৬) আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ভাই-বোন নিহত
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরের দিকে আছিনুর তার ভাগ্নি নুপুরকে নিয়ে রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আছিনুর মারা যান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে, জানান তিনি।
আরও পড়ুন: নেই গেটম্যান: লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ২
আরও পড়ুন: মোহনগঞ্জে গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু