খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাসেল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।
শনিবার (২ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন কাশেম সড়ক কুবা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক রাসেল ওরফে পঙ্গু রাসেল (২৭) শেরে এ বাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।
আহত দুই যুবক হলেন- খুলনা থানা সদর হাসপাতাল এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. সজিব ও সোনাডাঙ্গা থানা আমতলা এলাকার মো. হান্নান শেখের ছেলে মো. ইয়াছিন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্যকে গুলি করে হত্যা
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম জানান, রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে করে বেশ কয়েকজন যুবক সোনাডাঙ্গা থানার ৪ নম্বর কাশেম সড়ক কুবা মসজিদের কাছে যায়। এসময় তাদের নিজেদের মধ্যে কলহবিবাদ শুরু হয়। একপর্যায়ে রাসেলের বুকে দুটি গুলি লাগে। তার সঙ্গে থাকা ইয়াছিন ও সজিবকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে অন্যরা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত বলে ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ড মাদক কারবারি নিয়ে হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহত রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে বলে জানান ওসি শফিকুল আলম।
তিনি আরও জানান, নিহতের লাশ মর্গে রয়েছে। এখনও পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।