মুন্সিগঞ্জের গজারিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২৫ মামলার আসামি বাবলা চৌধুরী খালাসি ওরফে বাবলা ডাকাত গুলিতে নিহত হয়েছেন।
এ ঘটনায় গ্রামবাসীসহ আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে (২২ অক্টোবর) গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঘটনাটি ঘটে। এসময় ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: মোহাম্মদপুরে র্যাব-সেনাবাহিনী পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, থানায় মামলা
নিহত বাবলা ডাকাত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাচ্চু খালাসীর ছেলে।
এদিকে আহত গুলিবিদ্ধ রহিম বাদশাকে ঢামেকে এবং আহত গ্রামবাসী আক্তার হোসেন ও লিটন মিয়াজীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, রহিমেরর দ্বিতল ভবনে সংঘর্ষ হয়। গুলির শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে আসলে দুটি ট্রলারে দুই দল ডাকাত পালিয়ে যায়।
এ সময় ভবনটিতে থাকা ৯ ডাকাতকে তালাবদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে তালা ভেঙে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আর পালিয়ে যাওয়া ডাকাতদের মধ্যে ৫ ডাকাতকে উপজেরার হোসেন্দি এলাকা থেকে আটক করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চল মেঘনা তীরের মল্লিকের চরে সকালে লুন্ঠিত মালামালের ভাগবাটোয়ারা নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ (বন্ধুক যুদ্ধ) হয়।
তিনি বলেন, বন্দুকযুদ্ধে বাবলার প্রাণ যায়। এছাড়া পালিয়ে যাওয়া ডাকাতদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া দুর্গম মল্লিকের চরকেও আস্তানা হিসেবে ব্যবহার করতেন নৌডাকাতরা বলে জানান ওসি মাহবুবুর রহমান।