গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত ১৬১ জনের মধ্যে স্বাস্থ্য বিভাগের ৫৮ জন কর্মী এবং ১০ জন পুলিশ সদস্য রয়েছেন।
স্থানীয় প্রশাসন সব মার্কেট লকডাউন করে রাখলেও এটি লোকজনকে তাদের সাধারণ ব্যবসা পরিচালনা থেকে বিরত রাখতে পারেনি। কিছু বাজার যেমন সাধারণ পরিস্থিতিতে চালিত হয় তেমনভাবে পরিচালনা করা হচ্ছে। বিশেষত নিম্ন আয়ের মানুষেরা নিয়ম মানছেন না।
এছাড়াও শত শত তৈরি পোশাক শ্রমিককে বিভিন্ন দাবিতে প্রতিবাদ ও মিছিল করতে দেখা গেছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ব্যাংক পরিষেবা বন্ধ থাকায় অনেক লোক সমস্যায় পড়ছেন।
তবে স্থানীয়রা জানিয়েছেন যে সরকার ঘোষিত এই শাটডাউনটির খুব সামান্য প্রভাব পড়েছে কারণ লোকেরা সামাজিক দূরত্ব মানছে না।