গাজীপুরের কোনাবাড়ীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষে বুধবার (৮ নভেম্বর) এক নারী শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিহত পোশাক শ্রমিক আঞ্জুয়ারা খাতুন (৩০) সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চর নাটিপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী। তিনি কোনাবাড়ীর ইসলাম গার্মেন্টসে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ন্যূনতম বেতন ২৩ হাজার টাকার দাবিতে বুধবার সকালে কোনাবাড়ীতে রাস্তায় নামেন পোশাক কারখানার শ্রমিকরা।
খবর পেয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে সংঘর্ষের সূত্রপাত হলে ১১ জন আহত হন।
আরও পড়ুন: সাভারে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১০
আন্দোলনরত শ্রমিকরা দাবি করেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে আঞ্জুয়ারা মারা যান।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান জানান, সংঘর্ষে আহত এক গার্মেন্টস কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পোশাক শ্রমিকরা তাদের মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে সারা দেশে বিক্ষোভ করছেন।
এদিকে, শ্রমিকদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে সরকার।
আরও পড়ুন: গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ২০,৪০০ টাকা দাবি, মালিকদের ১০,৪০০ টাকা প্রস্তাব