বেতন বৃদ্ধির দাবিতে সাভারে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। রবিবার (২৯ অক্টোবর) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পদ্মারমোড় ও নাজিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একদল শ্রমিক ২৩ হাজার টাকা মুজুরি বৃদ্ধির দাবিতে ব্যাবিলন ও একে এইচ স্টিচ লিমিটেড গার্মেন্টসে ইট পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায়।
আরও পড়ুন: সাভারে টিকাকেন্দ্রে পদদলিত হয়ে আহত ৩০
পরে শ্রমিকরা পদ্মারমোড় ও নাজিমনগর এলাকায় রাস্তা অবরোধ করতে চাইলে শিল্প পুলিশ তাদের বাধা দেয়। এরপরই শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ১০ জন শ্রমিক আহত হয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওই এলাকার ৬টি গার্মেন্টস কতৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে পরিস্থিতি সামাল দেয়।
তিনি আরও জানান, শিল্প পুলিশের পাশাপাশি সাভার মডেল থানা পুলিশ যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে। এদিকে ভাঙচুরের হাত থেকে রক্ষা পেতে অন্য গার্মেন্টসের শ্রমিকরা কারখানা পাহারায় রয়েছেন।
আরও পড়ুন: সাভারে ছাত্রলীগ নেতার স্ত্রী পরিচয়ে হাসপাতালে মারামারি, আহত ৪