শুক্রবার সকালে নগরের বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।
এতে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেয়।
শ্রমিকদের দাবিগুলো হলো- বেআইনিভাবে ছাঁটাই বন্ধ করা, শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ, ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, বকেয়া মজুরি পরিশোধ করা, লকডাউনের এখানে যে সকল শ্রমিক কর্মচারীদের কাজ করানো সম্ভব হয়নি তাদেরকে সরকারের সিদ্ধান্ত মোতাবেক মজুরি প্রদান করা, শ্রমিক কর্মচারীদের ওপর হামলা মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধ করা।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে মানববন্ধনে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন, শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি আকাশ আহমেদ, বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন নেতা আব্দুল জলিল, বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশন গাজীপুর জেলা সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।