গাজীপুরের কাশিমপুরে ডাকাতির প্রস্তুতির নেওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে বলে পুলিশের দাবি।
বুধবার দুপুরে মহানগরীর পুলিশ কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে জিএমপির উপকমিশনার আবু তোরাব মোহাম্মাদ সামছুর রহমান এসব তথ্য জানান।
গ্রেপ্তার আসামিরা হলেন- পাবনার মনির মোল্লা, বগুড়ার বাদশা প্রামাণিক ও গাইবান্ধার রাশেদুল।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
উপকমিশনার জানান, মঙ্গলবার (২৮ মে) রাত ৮টার দিকে লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে কাশিমপুর থানার পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, হাইড্রলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
আরও পড়ুন: এমপি আনার হত্যা: গ্রেপ্তার ৩ আসামি ৮ দিনের রিমান্ডে