সিরাজগঞ্জ পৌর এলাকায় ফেনসিডিল বহনের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকালে পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থান ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াক গ্রামের বাসিন্দা মো. সুমন সরকার জিয়া (৩৭), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়া চালা গ্রামের মো. শাহীন আলম (৪১) ও বগুড়া সদরের মালগ্রাম মধ্যপাড়া গ্রামের মো. শহিদুল ইসলাম সোহাগ (৩৯)।
আরও পড়ুন: শরীয়তপুরে অস্ত্র-ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ জানান, এদিন সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থান ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার সামনে দুইটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে থাকা প্রাইভেটকার দুইটিও জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সুমনের বিরুদ্ধে ১০টি মাদক মামলা ও শহিদুল ইসলাম সোহাগের বিরুদ্ধে ১টি মামলা আদালতে বিচারাধীন। গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।’