গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির আয়োজনে সংগঠনের সভাপতি আদিবাসী নেতা ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় আদিবাসী নেতা রবীন্দ্র সরেন, স্থানীয় কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, ভূমি উদ্ধার কমিটির নেতা জাফরুল ইসলাম, স্বপন মিয়া প্রমুখ।
এর আগে, মাদারপুর আদিবাসী পল্লী থেকে একটি বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ শহরের বিভিন্ন এলাকা প্রদর্শন করে সাঁওতাল-বাঙ্গালি নেতারা শহীদ মিনারে সমাবেত হন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ নভেম্বর রংপুর চিনিকলের ইক্ষু খামারের জমিতে গড়ে তোলা কুঁড়ে ঘর উচ্ছেদ করতে পুলিশ অগ্নিসংযোগ করে।
সাঁওতালদের দাবি, পুলিশের গুলিতে এ সময় তাদের তিনজন নিহত হন। সেই থেকে নিহতদের স্মরণে প্রতিবছর ৬ নভেম্বর সাঁওতাল হত্যা দিবস পালন করা হয়।