নিহত আব্দুল হক উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বয়স আনুমানিক ৮৬ বছর।
এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, সোমবার সকাল ১০টার দিকে কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হককে হত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’
আরও পড়ুন:নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
এর আগে রবিবার দিবাগত রাত ৩টার দিকে হত্যার এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
গ্রামবাসী জানায়, আব্দুল হক চেয়ারম্যানের পরিবারের সদস্যরা গ্রামে থাকেন না। তিনি ঘরে একা থাকেন। সাথে গৃহকর্মী থাকেন। রবিবার রাতে কে বা কারা গৃগকর্মীকে মারধর করে বেঁধে রেখে আব্দুল হককে ছুরিকাঘাতে খুন করেছে। পরে পুলিশ লাশ নিয়ে গেছে।
আরও পড়ুন:কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘চেয়ারম্যান আব্দুল হকের হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছি। মৃতের শরীর রক্তাক্ত হয়ে আছে। মাথায় জখমের চিহৃ রয়েছে। পেট ফুলে গেছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে খুন করেছে। আমরা তদন্ত করে দেখছি।’