চট্টগ্রাম, ৩০ জুলাই (ইউএনবি)- চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকায় বহুতল ভবনের ওপর থেকে পড়ে মঙ্গলবার দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক ঠিকাদার।
নিহতরা হলেন-লক্ষ্মীপুরের চন্দ্রপাড়া গ্রামের শেখ আব্দুলের ছেলে মোহাম্মদ মানিক (৫০) ও ভোলার চরফ্যাশন আমিন মাঝির ঘাটের আব্দুল খালেকের পুত্র মো. বাবুল (২০)।
গুরুতর আহত ঠিকাদার মো. ইব্রাহিমকে (৩৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পাচঁলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম ভূঁইয়া জানান, সন্ধ্যা ৬টার দিকে ৬ তলা ভবনের নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবসত ঠিকাদারসহ তিনজন নীচে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর দুজন শ্রমিক মারা যান।