চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ভারতীর অংশ থেকে সজিব (২২) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ ও বিএসএফ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্তের ভারতীয় অংশ থেকে তাকে আটক করা হয়।
আটক সজিবের মা সাবিনা খাতুন জানান, সোমবার দুপুরে আমার ছেলে ও সঙ্গে তিন থেকে চারজন বন্ধু বাড়ি থেকে বেরিয়ে যায়। বাকিরা ফিরে এলেও সজিব ফিরে আসেনি। এখন শুনছি তাকে বিএসএফ আটক করেছে। আমি কিছু জানি না, শুধু জানি আমার ছেলে বাড়ি ফিরে আসেনি।
আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের চেষ্টা: পঞ্চগড়ে দালাল ও শিশুসহ তিন বাংলাদেশি আটক
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।
তিনি জানান, সোমবার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি চারজন বাংলাদেশি নাগরিক ফেনসিডিল আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সজিবকে আটক করা হয়, তবে তার সঙ্গী তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়।
অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, সজিবকে কৃষ্ণগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া তিনজনের বিষয়ে তারা তথ্য সংগ্রহ কাজ চলছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে মা-ছেলে আটক, পরে ফেরত