মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে অবস্থিত অস্থায়ী পুলিশ ক্যাম্প। জনগণের জান-মাল ও নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী ভাবে পুলিশ ক্যাম্পটি বসানো হয়।
জনগণের দেখভালের দায়িত্ব পুলিশের হলেও, পুলিশের এই ভোগান্তি দেখবে কে? বাবুখালী পুলিশ ক্যাম্পটিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
অল্প বৃষ্টিতেই বাবুখালী পুলিশ ক্যাম্প এলাকা জুড়ে পানি জমে মনে হয় ভাসমান ময়লা আবর্জনার স্তূপ। পুলিশ ক্যাম্পের পাশেই বাবুখালী ইউনিয়ন পরিষদ হওয়ার কারণে একই জলবদ্ধতা দেখা যায় বাবুখালী পুলিশ ক্যাম্প ও ইউনিয়ন পরিষদ চত্বর জুড়ে।
আরও পড়ুন: দরজা বন্ধ রেখে মাগুরায় সমাজসেবা অফিসের কার্যক্রম
মাগুরা পুলিশ সুপার জনাব খান মোহাম্মদ রেজওয়ান গত বছর বাবুখালী পুলিশ ক্যাম্পের জন্য স্থায়ীভাবে ক্যাম্প নির্মাণের পদক্ষেপ নিলেও তেমন কোনও জায়গা না পাওয়ার কারণে কোনও সুব্যবস্থা হয়নি।
বাবুখালী পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা সুবীর কুমার রায় জানান, ক্যাম্পের উত্তর ও পূর্ব দিকে উঁচু রাস্তা থাকায় পানি নিষ্কাশনের কোনও ব্যবস্থা নেই। এ জন্য সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা যায়। এই সমস্যার এক মাত্র সমাধান পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।
আরও পড়ুন: মাগুরায় বিদেশি ফল চাষে সফলতা
বাবুখালী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মীর সাজ্জাদ আলী বলেন, এই জলাবদ্ধতার কারণে এলাকার জনগণ এবং পুলিশ ক্যাম্পের সদস্যদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি বাবুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে এই জলাবদ্ধতার।