ঝালকাঠি সদর হাসপাতালে রান্না ঘরের সামনে ওয়ার্ডের পাশের ড্রেন থেকে ৭ থেকে ৮ মাস বয়সি এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর দিকে পরিত্যক্ত একটি ড্রেনের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
নার্সদের ধারণা, কে বা কারা ২ থেকে ১ দিন আগে হাসপাতালের রান্না ঘরের সামনে ওয়ার্ডের পাশের ড্রেনে লাশটি ফেলে রেখে গেছেন।
আরও পড়ুন: পাবনায় চরমপন্থি দলের সাবেক নেতাকে গলাকেটে হত্যা
হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. শামিম আহমেদ বলেন, ঝালকাঠি থানায় বিষয়টি জানালে পুলিশ এসে দুপুরে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মেহেদী হাসান সানী বলেন, ‘এই শিশুর জন্ম আমাদের এই সদর হাসপাতালে হয়নি। সদর হাসপাতাল অরক্ষিত থাকায় বাহির থেকে কে বা কারা ড্রেনে লাশটি রেখে গেছেন।’
এ ব্যাপারে ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: তৃতীয় দিনের ধর্মঘটে বেনাপোলে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা