ঠাকুরগাঁওয়ে বেশ কয়েকদিন ধরে কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের কারণে জেকে বসেছে শীত। শীতের তীব্রতাও অনেক বেশি। গত ৪-৫ দিন ধরে ঠিকমতো সূর্যের দেখা মিলছে না। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত।
প্রচণ্ড ঠান্ডায় বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে তেমন বের হচ্ছেন না সাধারণ মানুষ।
এ অবস্থায় শীতের কাপড়ের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে সুযোগ বুঝে বিক্রেতারাও কাপড়ের দাম হাঁকাচ্ছেন বেশি ।
কনকনে ঠান্ডা উপেক্ষা করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন কাজে বের হলেও প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে কষ্টে রয়েছেন তারা।
এমন চিত্রই দেখতে পেয়েছেন ইউএনবির ঠাকুরগাঁও সংবাদদাতা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জের নিকলীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা