ঠাকুরগাঁও, ১৩ জুন (ইউএনবি)- ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর শনিবার সবচেয়ে বেশি ৪৯ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ১২ জুন রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট) দিনাজপুর, সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট), ঠাকুরগাঁও সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতাল সমূহ (এন্টিজেন টেস্ট), হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় শনিবার নতুন করে ৪৯ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ
এসময়ে পীরগঞ্জের একজন করোনা সংক্রমিত রোগী (৯৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মোট ১৫০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৬৭ শতাংশ।
সিভিল সার্জন জানান, পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৯১৫ জন, যাদের মধ্যে ১৫৯৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। ৩১৯ জন রোগী প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত মোট মৃত্যু ৪৯ জন।
আরও পড়ুন: করোনা: ঠাকুরগাঁও সীমান্তে সংক্রমণ বৃদ্ধি, বিজিবি টহল জোরদার
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, এই জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখে বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।