দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও এবার উত্তরাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ পার্সেল ট্রেন (পণ্যবাহী) চলাচল শুরু হয়েছে।
শনিবার আনুষ্ঠানিকভাবে রেল কর্তৃপক্ষ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ওই দিন বিকাল ৫টায় পণ্যবাহী ট্রেনটি ৫টি ওয়াগন নিয়ে পঞ্চগড় ‘বীর মুক্তযোদ্ধ সিরাজুল ইসলাম’ রেলস্টেশন থেকে ঠাকুরগাঁওয়ে ছেড়ে আসে। আবার ‘ঠাকুরগাঁও রোড রেলস্টেশন’ থেকে মালামাল নিয়ে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
কর্তৃপক্ষ জানায়, মালবাহী ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার পথে মোট ১৮টি স্থানে মালামাল উঠা নামা করবে। একদিন পর পর এই ট্রেনটি পঞ্চগড় থেকে দুপুর ১টায় ও ঠাকুরগাঁও রোড রেলস্টেশন থেকে ২টায় ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে।
এ বিষয়ে ঠাকুরগাঁও রোড স্টেশন মাস্টার মো. অখতারুল ইসলাম জানান, একদিন পর পর এই বিশেষ ট্রেনটি চলাচল করবে। প্রথমদিন ঠাকুরগাঁও থেকে বেশ কিছু মালামাল পাঠানো হয়েছে। তবে তুলনামূলকভাবে কম। মানুষ জানতে পারলে পণ্যবাহী ট্রেনে আরও বেশি মালামাল পাঠানো যাবে বলে আশা করছেন তিনি।