মাদারীপুর, ০৩ আগস্ট (ইউএনবি)- ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার এক নারীর মৃত্যু হয়েছে।
মেডিকেল অফিসার ডা. শশাংক বাবু জানান, মৃত নাদিরা আক্তার (৪৫) কালকিনির কৃষ্ণনগর গ্রামের শওকত মিয়ার স্ত্রী।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শুক্র থেকে শনিবার দুপুর পর্যন্ত কমপক্ষে ৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৪ জন মারা গেছে। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও অনেক বেশি।