রাজধানীর দক্ষিণখান এলাকায় প্রকাশ্য দিবালোকে একটি বাড়ি থেকে নগদ অর্থসহ প্রায় ৬ লাখ টাকার মূল্যবান সামগ্রী চুরি হয়েছে।
শনিবার (৩ মে) সকাল ৭টা থেকে ৮ টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মোহাম্মদ আলী গাজী। এ ঘটনায় তিনি দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী মোহাম্মদ আলী সকাল সাড়ে ছয়টার দিকে তার কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তার কিছুক্ষণ পরেই তার স্ত্রীও বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা ছেড়ে যান।
আরও পড়ুন: গাজীপুর সাফারি পার্ক থেকে ৩ লেমুর চুরি, গ্রেপ্তার ১
এরপর মোহাম্মদ আলীর শ্বশুর এসে দেখতে পান মূল দরজাটি ভাঙা। ফোন করে বিষয়টি তিনি আলীকে জানান।
ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বাসায় ফিরে আসেন। ঘরের মধ্যে সবকিছু এলোমেলো ও ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পান তিনি।
জিডির তথ্যমতে, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল সাত হাজার ৫০০ সৌদি রিয়াল, এক লাখ ৫০ হাজার টাকা এবং আরও কিছু মূল্যবান জিনিস।