গাজীপুর সাফারি পার্ক থেকে বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তিনটি রিংটেইল লেমুর চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামির নাম, দেলোয়ার হোসেন তওসীফ (২২)। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১১ টায় ঢাকার শ্যামবাজার থেকে চুরি হওয়া একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়।
পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ রাত ১১ টা থেকে পরের দিন ভোর সাড়ে ৫ টার মধ্যে গাজীপুর সাফারি পার্কের লামচিতা ঘর-০১ নামক বেষ্টনীর জাল কেটে দুটি পুরুষ রিংটেইল লেমুর ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরি করা হয়েছে। এ ঘটনায় সাফারি পার্ক কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়।
তওসীফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি। বাকি দুটি লেমুর উদ্ধার ও অন্যান্য আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: সাফারি পার্কে প্রাণী নিখোঁজ নিয়ে হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার
লেমুর হল মাদাগাস্কারের প্রাইমেট গোত্রভুক্ত কিছু প্রাণীর সমষ্টিগত নাম। ল্যাটিন শব্দ লেমুরস থেকে লেমুর শব্দটির উৎপত্তি, যার অর্থ ভুতের মতো। রাতের আধারে লেমুরের মুখে আলো ফেললে অনেকটা ভূতের মতো দেখায়।
প্রাকৃতিকভাবে লেমুর সাধারণত আফ্রিকার মাদাগাস্কারেই দেখতে পাওয়া যায়। এই প্রজাতিটি খুব সম্ভবত সাড়ে ছয় কোটি বছর আগে মাদাগাস্কারে আবির্ভূত হয়েছিল। তখন থেকেই এই প্রজাতিটি সেখানকার আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়েছে।