রাজধানীর আগারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় রঞ্জন মজুমদার নামে এক মোটরসাইকেলচালক আহত হয়েছেন।
এ ঘটনায় শনিবার (১৬ ডিসেম্বর) রাতেই ঘটনাস্থল থেকে ট্রাকচালক মো. বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে শ্যামলী শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁওয়ের দিকে যাওয়ার পথে একটি ডাম্প ট্রাক ওই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর ট্রাক না থামিয়ে চালক সামনে এগোতে থাকেন। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। রাস্তায় ঘর্ষণের ফলে প্রথমে মোটরসাইকেল এবং পরে ট্রাকের নিচের অংশে আগুন ধরে যায়। এক পর্যায়ে আগারগাঁও ক্রসিংয়ে থেমে যায় ট্রাক।
ওসি আরও জানান, মানিকগঞ্জের ঘিওর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে রঞ্জন মজুমদার এ দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন। দুর্ঘটনায় তার ডান-পা ভেঙে গেছে। গ্রেপ্তার ট্রাক চালকের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত