আহত
গণঅভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসার দাবি বিএনপির
জুলাইয়ের গণঅভ্যুত্থানে গুরুতর আহত রোগীদের যথাযথ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় তারা এ দাবি জানান।
আন্দোলনে ভুক্তভোগী প্রত্যেক নাগরিককে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রতিশ্রুত আর্থিক সহায়তা দ্রুত দিতে সরকারের প্রতি আহ্বান জানান দলের নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যাদের অবস্থা সংকটাপন্ন এবং এ দেশে চিকিৎসা করা সম্ভব নয়, তাদের দ্রুত শনাক্ত করতে সরকারের প্রতি আমারা আহ্বান জানাচ্ছি। বিশেষ করে যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন বা আঘাত পেয়েছেন এবং তাদের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের যথাযথ চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।’
এর আগে সালাহ উদ্দিন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম হাসপাতাল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত রোগীদের সঙ্গে কথা বলেন।
বুধবার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জুলাই মাসের আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শনে যান। এ সময় আহত রোগীদের ক্ষোভের মুখে তিনি সেখান থেকে চলে যেতে বাধ্য হন।
আরও পড়ুন: মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
পরে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন- এমন একদল রোগী যথাযথ চিকিৎসার দাবিতে নিটোরের সামনের সড়ক অবরোধ করেন।
পরিদর্শন শেষে সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমরা শুনেছি স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার এই হাসপাতালে এসেছিলেন কিন্তু সব রোগীর সঙ্গে দেখা করতে পারেননি, এতে তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, রোগীরা তাদের জানিয়েছেন, চিকিৎসা ছাড়া সরকারের পক্ষ থেকে আর কোনো সহযোগিতা তারা পাননি।
এই বিএনপি নেতা বলেন, ‘আমরা বুঝতে পারছি, চিকিৎসার বাইরেও তাদের সহায়তা প্রয়োজন। অনেকে জানিয়েছেন, প্রতিশ্রুত এক লাখ টাকা তারা এখনো পাননি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যত দ্রুত সম্ভব তাদের এই সহায়তা দিতে।’
তিনি বলেন, বুধবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
সালাহউদ্দিন জানান, ওই টাকা তারা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামকে আহতদের মধ্যে বিতরণের জন্য দিয়েছেন।
তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য নেতারা হাসপাতালে গিয়ে জুলাই মাসের আন্দোলনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছেন।
বিএনপি নেতা প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের সহায়তা ও সমর্থন অব্যাহত রাখব। আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হলে গণঅভ্যুত্থানে যারা নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করব।’
ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের দোসররা কীভাবে গণহত্যা চালানোর পর আবার বাংলাদেশে রাজনীতি করার কথা ভাবতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন সালাহউদ্দিন।
আরও পড়ুন: অবিলম্বে নির্বাচনি রোডম্যাপের দাবিতে বিভাগীয় সমাবেশের পরিকল্পনা বিএনপির
৩ দিন আগে
খুলনায় ডিবি সদস্যদের উপর হামলা, আহত ৩
মাদক উদ্ধার অভিযানে অংশ নেওয়া খুলনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে তেরখাদা উপজেলার কোলা বাজারে এ ঘটনা ঘটে।
এ সময় জেলা ডিবির এএসআই মইনুদ্দীনকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। মারধর করা হয় কনস্টেবল তবিবুর ও শামীমকে।
খুলনা জেলা ডিবির ওসি নুরুল ইসলাম বাদল জানান, হামলায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এএসআই মইনুদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
৩ দিন আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, আহত ২
টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রসুলপুরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল থেকে এলেঙ্গাগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের সম্পর্কে আর কিছু জানা সম্ভব হয়নি। তবে তিনি শিক্ষক টাঙ্গাইলের ভূঞাপুরের একটি কিন্ডারগার্টেনের পরিচালক ও শিক্ষক।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নান্নু খান জানান, আহত দুইজনকে মুমূর্ষু অবস্থায় প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে।
১ সপ্তাহ আগে
আন্দোলনে আহতদের সুচিকিৎসা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের ন্য সরকারের একটা বরাদ্দ আছে, সেটা তারা পেয়ে যাবেন। যারা আহত হয়েছেন তাদের বিষয়ে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের সঠিক চিকিৎসাটা দেওয়া। সেটা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘ডাক্তারদের পরামর্শে আহত তিনজনকে বিদেশে পাঠানো হয়েছে। আরও দুইজনের কথা বলা হচ্ছে। এরপর আরও ২৫ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। সর্বোচ্চ প্রায়োরিটি পাচ্ছে সেটা হচ্ছে আহতদের চিকিৎসা।’
সোমবার (৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।
তিনি বলেন, স্বাস্থ্যখাতে নানা ধরনের বহুমুখী সমস্যা আছে। বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকগুলোতে পর্যাপ্ত চিকিৎসক নার্সের সংকট রয়েছে। যন্ত্রপাতির সংকট রয়েছে। অনেক জায়গায় এম.আর.আই মেশিন, এক্সরে মেশিন নষ্ট। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: জানুয়ারিতে হর্নমুক্ত ঘোষণা করা হবে ঢাকার ১০টি রাস্তা: উপদেষ্টা
নূরজাহান বেগম বলেন, আহতদের চিকিৎসার জন্য চায়না, নেপাল, ফ্রান্স, থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ ডাক্তার এসেছে। নেপাল ৫০ জনের চোখের কর্নিয়া স্থাপনের ব্যবস্থা করছে। এরইমধ্যে দুইজনের চোখে সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেক শ্রেণির পেশার মানুষ আছেন। অনেকে হাত হারিয়েছেন, অনেকে পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আহতদের অনেকে নানা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। এটা শুধু মন্ত্রণালয়ের না, পুরো জাতির বিষয়।
কোভিডকালীন সময়ে ডাক্তারদের অবদানের কথা তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কোভিডকালীন পরিস্থিতিতে ডাক্তাররা যে সেবাটা দিয়েছেন, অনেক ডাক্তারও কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন আমরা তাদের স্মরণ করি না। কিন্তু তারা অনেক দিয়েছেন জাতির জন্য। বৈষম্যের যে কথা উঠে এসেছে সেটা নিয়ে আমি বলব শুধু ডাক্তাররা নয়, নার্সরাও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, শিশু বিভাগ, আইসিইউ, ইসিজি রুম, এডাল্ট রিসাসিটেশন রুম, অবজারভেশন রুম, ল্যাবরেটরিসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালের ভর্তি রোগীদের সঙ্গে চিকিৎসাব্যবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেন।
এসময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমাসহ প্রমুখ।
আরও পড়ুন: বাংলাদেশ সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
নারায়ণগঞ্জে একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে গেলে ছুরিকাঘাতে কামরুজ্জামান নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের জিমখানা মোড়ের ভিক্টোরিয়া জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
আহত পুলিশ সদস্য কামরুজ্জামান নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।
তিনি বর্তমানে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিটিউটে চিকিৎসাধীন।
আরও পড়ুন: সিলেটে বিকাশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
স্থানীয়রা জানায়, গত সোমবার কামরুজ্জামান একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে যান। এসময় আসামি বাবু ছুরি দিয়ে তার ডান হাতের কব্জিতে আঘাত করে পালিয়ে যায়। পরে সহকর্মীরা কামরজ্জামানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিহাব বলেন, কামরজ্জামানকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে সেখান থেকে চিকিৎসা নিয়ে হৃদরোগ ইনস্টিটিটিউটে ভর্তি করা হয় বরে জানান এসআই শিহাব।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, যে বাবু ছুরিকাঘাত করেছে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সে মাদক ব্যবসায়ী। আসামি বাবুর অবস্থান জানতে কামরুজ্জামান সেখানে গিয়েছিলেন।
তিনি বলেন, পুলিশের লোক টের পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বাবু। কামরুজ্জামান বর্তমানে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিটিউটে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি নজরুল ইসলাম।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
৩ সপ্তাহ আগে
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা-পুনর্বাসনে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্র উপদেষ্টা
জুলাই বিপ্লবে আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে অন্তর্বতীকালীন সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, আহতদের চিকিৎসার বিষয়ে বর্তমান সরকার খুবই সিরিয়াস। আমি পুনরায় নিশ্চয়তা দিচ্ছি যে, যতদিন পর্যন্ত তাদের সাপোর্ট (সহযোগিতা) প্রয়োজন পড়বে, সরকার তা দিতে বদ্ধপরিকর।
আরও পড়ুন: রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান: পররাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের দেখতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের সমস্যার কথা শুনেন।
চিকিৎসা শেষে আহতদের পুনর্বাসন করার লক্ষ্যে যোগ্যতা অনুযায়ী তাদের জন্য চাকুরির ব্যবস্থা করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
আহতদের বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সিদ্ধান্ত আছে- চিকিৎসকরা যখন বলবেন আমাদের এখানে চিকিৎসা সম্ভব নয়, তখন আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করব।
আরও পড়ুন: সহযোগিতার গভীর সম্পর্কের 'ঐতিহাসিক সুযোগের' সম্মুখে ঢাকা-বেইজিং: রাষ্ট্রদূত
১ মাস আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী কাউসারের মৃত্যু
বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে পুলিশের ছোঁড়া টিয়ারশেল ও ছাত্রলীগের হামলায় আহত কাউসার মাহমুদ মারা গেছেন।
রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তারা।
মৃত্যুর কথা নিশ্চিত করে নিহত কাউসারের বাবা আব্দুল মোতালেব বলেন, সোমবার সকালে জাতীয় শহীদ মিনারে কাউসারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে কমার্স কলেজ রোডের বাসায় নিয়ে আসা হবে।
আরও পড়ুন: ফরিদপুরে মদ্যপানে আরও এক কিশোরীর মৃত্যু
গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে পুলিশের ছোঁড়া টিয়ারশেলের আঘাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কাউসার। তখন তার ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কিডনিতে আঘাত পান তিনি। আগে থেকে একটি কিডনি নষ্ট ছিল কাউসারের।
দীর্ঘ ২ মাসেরও বেশি সময় চট্টগ্রামের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি থাকার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন কাউসার।
কাউসার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিবিএ ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের আব্দুল মোতালেবের ছেলে। আব্দুল মোতালেব নগরীর ডবলমুরিং থানার চট্টগ্রাম কর্মাস কলেজ রোডে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করেন। মোগলটুলীতে মুদির দোকান রয়েছে তার।
আরও পড়ুন: মৃত মাকে দেখতে যাওয়ার পথে মৃত্যু হলো মেয়ে-ননদের
১ মাস আগে
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক মাদরাসার ভেতরে, ১২ শিক্ষার্থী আহত
লালমনিরহাটে চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ায় ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে।
আহতদের মধ্যে ৩ থেকে ৪ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু, আহত ৫
বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার হাড়িভাঙা তালিমুল ইনসান হাফেজিয়া ও কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে একটি ট্রাক লালমনিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে গিয়ে মাদরাসার ওয়ালে ধাক্কা দেয়।
এতে মাদরাসার দেয়াল ভেঙে ঘুমন্ত ১২ শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে মোরসালিন (১২), নোমানসহ (১১) ৩ থেকে ৪ অবস্থা আশঙ্কাজনক।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, ট্রাকটি আটক করা হলেও মাদরাসা কর্তৃপক্ষ কোনো অভিযোগ দেয়নি। তবে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে ৩৯২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৬, আহত ৮১৩
১ মাস আগে
লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩৬, আহত ১৫০
গত ২৪ ঘণ্টায় লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ৩৬ জন এবং আহত ১৫০ জন।
মঙ্গলবার রাতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেকা অঞ্চলে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন এবং নাবাতিয়েহ প্রদেশে ৩০ জন নিহত ও ১২১ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: লেবানন সীমান্তের আরও চারটি শহরকে 'সামরিক অঞ্চল' ঘোষণা করল ইসরায়েল
মন্ত্রণালয় আরও জানিয়েছে, মাউন্ট লেবাননে ২০ জন আহত হয়েছে এবং বালবেক হারমেল জেলায় একজন আহত হয়েছে।
লেবাননের কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি হামলা শুরুর পর থেকে লেবাননে মোট নিহতের সংখ্যা ২ হাজার ১০০ ছাড়িয়ে গেছে এবং ১০ হাজারেরও বেশি লোক আহত হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলি বিমান হামলায় লেবানন-সিরিয়ার যোগাযোগের প্রধান সড়ক বিচ্ছিন্ন
১ মাস আগে
ইসরায়েলের হামলায় লেবাননে গত ২৪ ঘণ্টায় নিহত ৫৫, আহত ১৫৬
লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৫৫ জন নিহত ও ১৫৬ জন আহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় জানায়, বালবেক-হারমেল জেলায় ১১ জন, নাবাতিয়েহ প্রদেশে ২২ জন, বৈরুত ও মাউন্ট লেবাননে যথাক্রমে তিনজন এবং দক্ষিণ প্রদেশে ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে লেবাননে ক্রমাগত নজিরবিহীন বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।
গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের মধ্যেই লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের তীব্র লড়াই শুরু হওয়ায় ওই অঞ্চলে বৃহত্তর সংঘাতের আশঙ্কা দেখা দিচ্ছে।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৯৫, আহত ১৭২
১ মাস আগে