আহত
জৈন্তাপুরে চোরাকারবারিদের হামলায় ২ বিজিবি সদস্য আহত
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হওয়া অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৫ মার্চ) আনুমানিক রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা সীমান্তে ১২৮৭-৮৮ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্যরা হলেন— মো. হারুনুর রশিদ ও মো. জমশেদ হোসেন।
আরও পড়ুন: আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি
স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোয়াবাড়ী ও বাইরাখেল সীমান্ত দিয়ে প্রতিদিন লাইন ‘ম্যানেজ’ করে চোরাকারবারি দলের সদস্যরা ভারতীয় গরু, মহিষ অবৈধভাবে জৈন্তাপুর বাজারে নিয়ে আসে।
এদিকে অবৈধ পথে ভারতীয় গরু প্রবেশের খবরে ১৯ বিজিবির জৈন্তাপুর (রাজবাড়ী) বিওপির টহল দল সীমান্তের ১২৮৭-৮৮ নম্বর মেইন পিলারের মধ্যবর্তী টিপরাখলা সীমান্তে অবস্থান নেয়। চোরাকারবারিরা সীমান্তে গরু নিয়ে প্রবেশের আগমুহূর্তে বিজিবির অবস্থান টের পেয়ে হামলা চালায়। হামলায় দুই বিজিবি সদস্য গুরুতর আহত হন। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে হাতাহাতি ও ইট-পাথর নিক্ষেপ করে একটি গরু রেখেই বাকি গরুগুলো নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চোরাকারবারিরা।
পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি টহল দলের আহত দুই সদস্যকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: চোরাকারবারি ধরতে গিয়ে সড়কে প্রাণ গেল বিজিবি সদস্যের
জৈন্তাপুর বিওপির ক্যাম্প কমান্ডারের সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত বিজিবি সদস্যরা সুস্থ আছেন। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।’
১৮ ঘণ্টা আগে
জামালপুরে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ১০
জামালপুরে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জামালপুর সদর উপজেলার জয়রামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, ঢাকাগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে জামালপুরগামী প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর দুই গাড়ির চালকসহ তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক-যাত্রী নিহত
অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুর্ঘটনার পর থেকে রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের উভয় পার্শ্বে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। গুরুতর আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
৩ দিন আগে
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের মন্টু মোল্লা একই গ্রামের লিখন হোসেনের কাছে এক হাজার টাকা পেতেন। গতকাল (মঙ্গলবার) রাতে সেই টাকা চাওয়া নিয়ে দুই জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর জেরে আজ (বুধবার) সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষের নিহত ৩
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও স্বপন বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’
৪ দিন আগে
বালু উত্তোলন ও সাইট দখল নিয়ে জাফলংয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ও সাইট দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য কামাল হোসেনের সঙ্গে লাখের পার গ্রামের আব্দুল হেকিমের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার তিতুদহে সংঘর্ষে সাবেক বিএনপি নেতা নিহত, আহত ২
কামাল হোসেন বলেন, ‘লাখের পার গ্রামের হেকিম মিয়া ও মোহাম্মদপুরের সুমন শিকদারসহ অর্ধশত লোকজন দিন-রাত জাফলং জিরো পয়েন্ট থেকে ট্রাক ভর্তি করে বালু-পাথর নিচ্ছেন। এ ব্যাপারে বারবার প্রতিবাদ করে আসছি। রাতে লোকজন নিয়ে প্রতিবাদ করতে গেলে হেকিম ও সুমন শিকদারের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তারা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।’ সুস্থ হয়ে থানায় মামলা করবেন বলে জানান তিনি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন ও বালুর সাইট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও বলেন, ‘সংঘর্ষ চলাকালে পাথরের আঘাতে একজনের মাথা ফেটে গেছে ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
৬ দিন আগে
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষের নিহত ৩
ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন।
সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ উদ্দিনের ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলারপলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)।
আরও পড়ুন: বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, অবরোধে তীব্র যানজট
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, ফুলপুর উপজেলার ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে চাঁনপুর ব্রিজ এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি মো. আব্দুল হাদি বলেন, ট্রাকসহ চালকককে শনাক্ত করতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৬ দিন আগে
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
সুনামগঞ্জে দিরাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
রবিবার (৯ মার্চ) সকালে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও আশিক মিয়ার মধ্যে স্কুল, মাদরাসা, মসজিদ নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত দুই দিন আগে ব্যাক্তিগত একটি জায়গা বিক্রিকে কেন্দ্র করে রবিবার তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ান তারা। সংঘর্ষে গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: শরীয়তপুরে তিনজন গুলিবিদ্ধ, ৫ ডাকাতকে গণপিটুনি
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।’
এছাড়া গ্রামে পুলিশ মোতায়েন আছে বলেও জানান ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
৭ দিন আগে
সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার বলাউড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জালালাবাদ থানাধীন বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) ও একই গ্রামের আব্দুল বারীর ছেলে সালেক (২০)। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পুলিশ সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ছয় যাত্রী আহত হন।
পরে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে অটোরিকশাচালকের অবস্থা গুরুতর।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
৮ দিন আগে
সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের আগমুহূর্তে উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার শ্রীনাথপুর গ্রামের এলকাছ মিয়া, ইদ্রিছ মিয়া গোষ্ঠীর লোকজনের সঙ্গে একই গ্রামের মো. মুরছালিন মিয়া, মনছুর উদ্দিন ও ইয়াস উদ্দিনসহ চার গোষ্ঠীর লোকজনের (মড়লবাড়ী) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগে সোমবার দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
ঘটনাটি শালিসের মাধ্যমে আপস হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। এর জেরে মঙ্গলবার রাতে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে নারীসহ দুই পক্ষের ৫০ জন আহত হন।
আরও পড়ুন: রাজশাহীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নারীসহ নিহত ২
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
১১ দিন আগে
চাঁদপুরে মার্কেটে অগ্নিকাণ্ড: ২৫ দোকান ভস্মীভূত, আহত ২০
চাঁদপুরের হাইমচর উপজেলার ভিংগুলিয়া এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। এ সময় আগুন নেভানোর চেষ্টায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে ভিংগুলিয়া এলাকায় কে ভি এন হাই স্কুলের সামনের মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। এত সময় মুদি দোকান, রেস্তোরাঁ, সেলুন ও কাঠের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওমর ফারুক ইউএনবিকে বলেন, ‘দোকানে রোজা ও ঈদকে সামনে রেখে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল। টাকা পয়সাও ছিলো। আগুনে সবই শেষ। অন্য ব্যবসায়ীদেরও একই অবস্থা।’
তিনি বলেন, ‘মার্কেটের দোকানগুলো টিনশেডের তৈরি, তাই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।’
এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই ব্যবসায়ী।
আরও পড়ুন: মতলব বাজারে অগ্নিকাণ্ডে ১৫ দোকান ভস্মীভূত, আহত ১৫
হাইমচর ফায়ার স্টেশন অফিসার রতন শেখের নেতৃত্বে হাইমচর ফায়ার স্টেশনের ফাইটাররা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
রতন শেখ ইউএনবিকে বলেন, ‘আগুনের সুত্রপাত কীভাবে, তা এখনও জানা যায়নি। তবে ফারুকসহ অন্য ব্যবসায়ীদের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
১২ দিন আগে
থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৩২
থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় প্রাচিনবুরি প্রদেশের একটি সড়কে বাস উল্টে ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩২ জন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সড়ক নিরাপত্তা কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।
বাস দুর্ঘটনার জায়গাটি তুলনামূলকভাবে ঢালু ছিল।
আরও পড়ুন: পাকিস্তানে সেনা অভিযানে ১০ জন নিহত
কেন্দ্রের মতে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে গাড়িটি উল্টে যায়। এসময় বাসটিতে ৪৯ জন যাত্রী ছিলেন। বাস উল্টে গেলে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
এছাড়া আহত ৩২ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাস্তার ওই অংশটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে , বাসটির ব্রেক সিস্টেম কাজ না করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
১৯ দিন আগে