আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে আমরণ অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানটির তিন শিক্ষক সংহতি প্রকাশ করেছেন।
তারা হলেন- আইন বিভাগের গোবিন্দ মণ্ডল, গণিত বিভাগের নেপাল চন্দ্র রায় এবং চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ড. মুকুল কুমার বাড়ৈই।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডিইউজেএ) সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও বিজয় একাত্তর হল ছাত্র ইউনিয়নও অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন।
দুপুর আড়াইটার দিকে বিজয় একাত্তর হল ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি সজিব উর রহমান ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান নিশানসহ অন্য সদস্যরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন।
এর আগে শুক্রবার ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি আ স ম মকসুদ কামালও অনশনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে নির্বাচন কমিশনকে অন্য তারিখে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।
এদিকে, অনশনের তৃতীয় দিন শনিবার পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।